Breaking News

Wednesday, 12 April 2017

ইম্পাওয়ার সম্পর্কিত জরুরী আলোচনা

Important discussion about EMPOWR (Bangla Article) www.empowr.com আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা EMPOWR এর সাথে আছি তারা কম বেশি মোটিভেশন / ডিমোটিভেশন এর মধ্যে দিন কাটাচ্ছি EMPOWR নিয়ে। অনেকে ৩০ দিন গোল হিট করে পাচ্ছে ৫ ডলার আবার অনেকে ৫ দিন গোল হিট করে পাচ্ছে ৫০ ডলার। বিষয়টা বুঝে উঠতে আমাদের সময় লাগছে। আসলে EMPOWR কি বলতে চায় তা একটু বুঝার চেষ্টা করি। EMPOWR বলছে তারা একটা ডেমোক্রেটিক সোশ্যাল ইকোমোনি (Democratic Social Economy) ডেভলপ করতে কাজ করছে। Democratic Social Economy= গণতান্ত্রিক সমাজ অর্থনীতি এখন আসেন ইকোমোনি মানে কি বুঝায়, উৎপাদন করা , বিতরণ করা এবং পণ্যের অথবা সেবার খরচ নির্ধারণ করার মাধ্যমে একটা অর্থনীতির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হয়। Definition of economy: Production, distribution and consumption of products and services. তাহলে শুধু গোল হিট করলেই EMPOWR এর ইকোনোমি ডেভলপ হবে না। প্রোডাক্ট সেল করা এবং গ্রাহকের কাছে পৌঁছে দেয়া খুবই গুরুত্বপূর্ন EMPOWR এর ইকোনোমি ডেভলপ করার জন্য। বর্তমানে ৩ টি কাজ করলেই গোল হিট সম্পন্ন হবে। ১. প্রোডাক্ট অথবা সার্ভিস লিস্ট করা। ২. পোস্ট করা ৩. শেয়ার অথবা লাইক করা। বিড করা এখন গোল হিট করার জন্য বাধ্যতা মূলক না। এই জন্য AMCO পেতে হলে গোল হিট করার পাশাপাশি প্রোডাক্ট বিক্রয় এবং গ্রাহকের কাছে পৌঁছে দেয়া নিশ্চিত করতে হবে। EMPOWR যখন AMCO জেনারেট করে তখন প্রথমে গুরুত্ব দেয় যারা প্রোডাক্ট বিক্রয় করেছে এবং গ্রাহক তা পেয়েছে (ITEM RECEIVE) এবং বেশি গোল হিট করেছে। তারপর গুরুত্ব দেয় যারা শুধু গোল হিট করেছে। সেলার দেড় পেইমেন্ট করার পর যদি অতিরিক্ত কোনো ব্যালান্স EMPOWR এর কাছে থাকে তাহলে যারা শুধু মাত্র গোল হিট করেছে তাদের কে পেমেন্ট করা হয়। মার্চ মাসে যারা শুধু গোল হিট করেছে তারা এপ্রিল মাসের AMCO তে কোনো পেমেন্ট পায়নি। কারণ সেলার দের পেমেন্ট করার পর কোনো ব্যালান্স অবশিষ্ট ছিল না। সর্বোপরি, আমি যে জিনিস টা ক্লিয়ার বুজতে পারলাম AMCO আসবে ... না ..... আসবে না তা নিয়ে পরে না থেকে নিয়মিত গোল হিট করে যেতে হবে এবং প্রোডাক্ট ক্রয় / বিক্রয় করতে হবে। বেশি গোল হিট করলে আপনি আপনার ব্যালান্স থেকে বেশি পরিমান % মার্কেটপ্লেস এ ব্যবহার করতে পারবেন কেনাকাটা করার জন্য। এবং এই ক্রয়/বিক্রয়ের মাদ্ধমে ইকোনমি ডেভলপ করার জন্য আপনার AMCO পাওয়ার সম্ভবনা বাড়বে। এমন কোনো হিসাব আমি এখনো পাইনি যা দিয়ে নিশ্চিতভাবে বলা যাবে কে AMCO পাবে আর কে পাবে না। ... আরো বেশি বিস্তারিত জানতে নিয়মিত EMPOWR এর ব্লগ পড়ুন। https://goo.gl/8CqEtV Best Regards ISRAT JAHAN

No comments:

Post a Comment

BEETECH REVIEWS | BEETECH COMMUNICATION OPC||ABOUT BEETECH

  BEETECH COMMUNICATION OTC TOGETHER WE CAN CHANGES THE WORLD ECONOMY Website: www.beetc24.com Facebook: WhatsApp: Telegram: Owner: SAIFUL I...

Designed By Published.. Blogger Templates