Breaking News

Friday 30 August 2019

Dropshipping Discussion: ড্রপসিপিং থেকে কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়?

Dropshipping কি?
 একেবারে সহজ কথায় যদি বলি আপনার নিজের স্টোরে কোন প্রোডাক্টের ইনফো রাখলেন এরপর কাস্টমার আপনার স্টোরে ঢুকে সেই প্রোডাক্টটি কিনতে অর্ডার করল এবার আপনি একজন সাপ্লায়ারের নিকট থেকে উক্ত পন্যটি কিনে তা আপনার কাস্টমারের নিকট পাঠিয়ে দিলেন এই প্রসেসটাই ড্রপশিপিং। এবার আসি লাভের কথায়, ধরুন পন্যটি আপনার স্টোরে আপনি $৫০ এ বিক্রয় করতে চাচ্ছেন কিন্তু প্রোডাক্টটির আসল দাম $৩০ এবং কাস্টমার $৫০ দামেই প্রোডাক্টটি কিনবে আপনার স্টোর থেকে তাহলে আপনার লাভ কত হল? হুমম $২০, এটাই আপনার লাভ।


আরো সোজা কথায় আপনি কারো কাছ থেকে অর্ডার নেবেন তারপর সাপ্লায়ারের কাছ থেকে কিনবেন এবং অর্ডারকারীকে পন্যটি সরবরাহ করবেন এটাই আসলে ড্রপশিপিং।
★ Dropshipping করার জন্য কি কি প্রয়োজন?
-)>> Dropshipping বিজনেস করার জন্য আপনার কিছু জিনিস প্রয়োজন পরবেঃ
-> ১। আপনার নিজের একটা অনলাইন স্টোর লাগবে। সেজন্য ১টটা ডোমেইন ও একটা হোস্টিং দরকার।
-> ২। আপনি চাইলে Woocommerce ব্যবহার করতে পারেন (WordPress এর একটা প্লাগিন এটা এবং ফ্রিতে পাবেন)
অথবা Shopify ব্যবহার করতে পারেন Cloudbased সার্ভিস এটার জন্য মাসে মাসে ডলার খরচ করা লাগবে।
৩। আপনার একটা পেমেন্ট গেটওয়ে লাগবে, paypal সবচেয়ে ভাল solution কিন্তু আমাদের উক্ত সোনার হরিণটি নাই বিধায় আমরা 2 checkout ব্যবহার করতে পারি। (পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দরকার এই ক্ষেত্রে)
৪। ভাল এবং হট প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। আমরা alibaba.com বা aliexpress.com কে ব্যবহার করতে পারি এবং সেখান থেকে Product related ইনফো নিয়ে আমাদের স্টোরে দিতে পারব।
৫। ভাল মানের ভেন্ডর findout করতে হবে যেন অর্ডার করলে সে রেসপন্স করে দ্রুত এবং চাহিদা মাফিক product নির্দিস্ট ঠিকানায় সরবরাহ করে।
বিঃদ্রঃ নিচের ছবিটি খেয়াল করলে সব ভালভাবে বুঝতে পারবেন। আমি যা বলতে চেয়েছি সেটার একটা ইনফোগ্রাফ এটা।
সকলের মনে এবার একটা প্রশ্ন আচ্ছা নিশ কিভাবে বের করব বা কোন নিশ ভাল হবে?
উঃ প্রথমত আমাদের জানতে হবে নিশ কি? আমার মতে বা বেশিরভাগ মানুষের মতে নিশ মানে #উপযুক্ত আর নিশ মার্কেট মানে উপযুক্ত বাজার। ধরুন পোষাক শিল্প যাকে আমরা Garments Industry বলি এবং এটা apperal niche বলতে পারি।
#Dropship এর জন্য নিশ কিভাবে খুঁজে বের করব?
উঃ ধরুন আপনি Travel BackPack নিয়ে আপনার Store ready করতে চাচ্ছেন।
#এবার Google keyword planner এর সহয়তা নিতে পারেন। আপনার নিশের কিওয়ার্ড লিখে সার্চ করে দেখতে পারেন Search Volume কি পরিমান আছে(Monthly ১০০০-৫০০০ এর মধ্যে সার্চ ভলিউম থাকাটা আপনার জন্য ভাল -এটা আমার নিজস্ব মতামত) এরপর দেখবেন Suggested bid, এটা যেন অনেক high না হয় খেয়াল রাখতে হবে।
#AMAZON_SEARCH: অাপনার নিশের কিওয়ার্ড টা লিখে amazon e search করে দেখবেন সেখানে কি পরিমান Product আপনার নিশের উপর আছে, যেগুলো আছে সেগুলো কি পরিমান বিক্রি হচ্ছে? যদি দেখেন যে buying ration কম ও প্রোডাক্টের সংখ্যাটাও নগন্য তবে এড়িয়ে যান এই নিশ।
#Reddit.com এগিয়ে আপনার নিশের নাম লিখে সার্চ করে দেখবেন কি পরিমান Sub reddit আছে এবং সেগুলোতে কেমন আলোচনা হয়। যদি এখানেও কম পান তবে এড়িয়ে যান। লক্ষনিয় বিষয় যদি দেখেন নিয়মিত চর্চা হচ্ছে আপনার নিশ নিয়ে সেক্ষেত্রে এগিয়ে যান।
আপনার সকলের সুবিধার্থে আমি কিছি নিশের নাম দিয়ে দিচ্ছিঃ
১। MMA
২। Ketogenic diet
৩। Crossfit
৪। Backpack
৫। Novelty Socks
Niche Choosing For Dropship:
ধরে নিচ্ছি আপনি #yoga নিশ পছন্দ করছেন। এবার আপনাকে একটা ডোমেইন ও হোস্টিং নিতে হবে। মনে রাখবেন আপনার নিশের সাথে মিল রেখে ডোমেইন কিনবেন (e.g: yogaworld.com or yogazone.com)
ডোমেইন কেনার সময় অবশ্যই দেখে নেবেন আপনার পছন্দকৃত ডোমেইনটি #expired কিনা, ডোমেইনটি #blacklisted কিনা? যদি কেউ আপনার পছন্দকৃত ডোমেইনটি আগে থেকে ব্যবহার করে থাকেন তবে সেটি কি পরিমান ব্যাকলিংক করছিল বা এরর আছে কিনা। (এগুলো চেক করার জন্য গুগল বা ইউটিউব দেখতে পারেন। অনেক ফ্রি টুলস আছে যেগুলো আপনাকে সকল তথ্য দিয়ে দেবে) আর যদি একদম ফ্রেশ হয় তবেতো কোন কথাই নেই। ★তবে মনে রাখবেন ডোমেইনে যেন নিশের নামটা থাকে।
এবার আসি হোস্টিং বিষয়ে, অবশ্যই ভাল কোন হোস্টিং প্রোভাইডারের নিকট হতে হোস্টিং নেবেন। আপনার সাইটে প্রচুর ট্রাফিক আসবে ইনশাআল্লাহ তখন কিন্তু সাইট ডাউন হয়ে যেতে পারে :p
একটা ভাল প্লান পছন্দ করবেন হোস্টিং এর জন্য। আমি রিকমান্ড করব হোস্টগেটর বা নেইমচিপ, হোস্টিং সার্ভিস এদের নিকট থেকে নিতে পারেন। অনেক ভাল ভাল প্লান আছে তাদের।
★এবার আপনি #wordpress install করবেন আপনার সাইটের জন্য hosting cpanel এ গিয়ে। ভাল একটা ecommerce theme install করবেন সাইটে। Theme কিনে নিতে পারেন themeforest.com থেকে অথবা ফ্রিতে কিছু পেলে সেটাও ব্যবহার করতে পারেন (তবে মনে রাখবেন ফ্রি জিনিস কিন্তু আপনার সর্বনাশ করতে পারে- bug থাকে-)
Theme install হয়ে গেলে আপনার মনের মতন করে customize করে নেবেন থিম কে। আরো খেলা বাকি আছে। এবার আপনার সাইটের ড্যাশবোর্ডের settings এ গিয়ে search engine crawl stop করে দেবেন।
Plugin Which Required For DropShipping:
Dropship store এর জন্য কিছু প্লাগিন দরকার হবে।  বলে রাখা ভাল বেশিরভাগ প্লাগিন ফ্রিতেই পাবেন তবে কিছু প্লাগিন কিন্তু পেইড সেগুলোও ফ্রিতে #nulled_version অনেক সাইটে পেয়ে যাবেন শুধু দরকার একটু সার্চ করা, nulled ব্যবহার না করাই ভাল এতে ভবিষ্যতে সাইটের ক্ষতি হতে পারে(হ্যাক)। প্লাগিন কিভাবে install করবেন আপনার wordpress সাইটে সে বিষয়ে youtube এ যথেস্ট ভিডিও আছে।

1. Woocommerce
2. Wooswatches
3. Wooimporter
4. YITH woocommerce ajax search
5. YITH woocommerce product filter
6. YITH woocommerce wish list
7. SSL Insecure content Fixer
8. Visual composer (wp bakery)
9. Akismet anti spam
10. Jetpack by wordpress.com
11. Pixel your site
12. Contact From 7
★ আমি আমার মতন করে বলার চেস্টা করছি, অনেক ভুলত্রুটি থাকতে পারে। ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখার আহবান জানাচ্ছি।
Read more ...

Wednesday 21 August 2019

হার্টের ব্যথা নাকি গ্যাস্ট্রিকের ব্যথা যেভাবে বুঝে প্রতিকার করবেন



বেশির ভাগ মানুষ হার্টের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু বেশির ভাগ সময় সে ঘুম আর ভাঙে না। পাশে শুয়ে থাকা মানুষটিও টের পায় না রাতে কিভাবে লোকটি হার্টব্লক করে মারা গিয়েছে।

গ্যাস্ট্রিকের ব্যথা:- সাধারণত এই ব্যথা পেটের উপরের অংশে হয় এবং নির্দিষ্ট একটা জায়গাজুড়েই হয়। শরীরের অন্য অংশে এই ব্যথা ছড়ায় না।

হার্টের ব্যথা:- যেহেতু আমাদের হার্ট বুকের বাম পাশে তাই হার্টের ব্যথা বুকের বামপাশ কিংবা মাঝখান থেকে শুরু হয়ে ঘাড়, বাম বাহু বা বাম হাতে ছড়িয়ে পড়ে। এই ব্যথা এতটাই তীব্র হয় যে, অনেকটা হাতির পা বুকে চাপ দিলে যেমনটা হয় ঠিক তেমনি। আবার অনেকের ক্ষেত্রে ভারী পাথর বুকের উপর রাখলে যেমনটা ফিল হয় অনেকটা সেরকম। এই ব্যথায় রোগী শুয়ে থাকলে কিংবা দাঁড়ানো অবস্থায় থাকলেও নিজেই নিজের হাতে বুকের বাম পাশটা চেপে ধরে বসে পড়েন।

হার্টের ব্যথায় প্রাথমিক চিকিত্‍সা:- যে কোন বয়সে যে কোন সময় হার্টের ব্যথা উঠতে পারে। সেই ব্যথা কয়েক মিনিটে রোগী মারাও যেতে পারে। যদি আপনার ঘরোয়া চিকিত্‍সা জানা থাকা তবে প্রাথমিকভাবে মানুষটি বেঁচে যাবে।

হার্টের ব্যথা হলে যা করবেন:- একসঙ্গে ৪টা এস্পিরিন 75 mg (যা দোকানে ইকুস্প্রিন নামে পাওয়া যায়) জলে গুলিয়ে খাইয়ে দিন। কারণ ট্যাবলেট আমাদের শরীরে পৌঁছে কাজ করতে যে সময় নিবে সে সময়ের মধ্যে রোগী মারাও যেতে পারে। সেই দিক থেকে লিকুইড তাড়াতাড়ি কাজ করে। যদি মনে হয় ব্যথাটা হার্টের তাহলে জিহ্বার নিচে নিটোকার্ড নামক স্প্রে দুইবার দিন। দেখবেন রোগী অনেকটা সুস্থ বোধ করছে। এরই মধ্যে হসপিটাল নিয়ে যাবার ব্যবস্থা করুন।

হার্টের ব্যথায় কখনোই যা করবেন না:- হার্টের ব্যথায় রোগীর শরীরে ঠাণ্ডা ঘাম বের হওয়া স্বাভাবিক। এই ক্ষেত্রে রোগীরর বাড়ির লোকজন ১৮ ডিগ্রী সে. এসি চালিয়ে দেন। এতে ঠান্ডায় ব্লাড ফ্লো কমে যায়। তাই এসি না চালিয়ে নরমাল ফ্যানের বাতাসে রোগীকে রাখুন। অনেকেই আবার এই ব্যথায় রোগীকে সোজাসুজি শুইয়ে দেন। আরো একটি ভুল পদ্ধতি। যেহেতু ব্লাড সার্কুলেশনের অভাবে হার্ট অ্যাটাক হয়। এই সময় রোগী শুয়ে থাকলে ব্লাডের গতি আরো কমে যায়। তাই রোগীকে খাটে বসিয়ে পিঠের পেছনে বালিস দিয়ে হেলান দিয়ে রাখুন। সতর্ক থাকুন, নিজে বাঁচুন, প্রিয়জনের জীবন বাঁচাতে এগিয়ে আসুন।
(Collected Information, Blogger is not Responsible)
Read more ...

Sunday 18 August 2019

How to Check Your Gig Ranking page on Fiverr?

গিগ প্রথম পেজে, কিন্তু অর্ডার পাচ্ছি না, সমস্যার সমাধানঃ
গ্রুপে এই ধরনের পোষ্ট প্রায়ই দেখা যায়, "আমি নতুন সেলার, গিগ প্রথম পেজে শো করছে, কিন্তু অর্ডার পাচ্ছি না!" ইনবক্সেও এই ব্যাপারে বেশ কয়েকজন আমাকে নক দিয়েছেন। কাজেই এই ব্যাপারটা নিয়ে একটূ আলোচনা করা উচিৎ বলে মনে করছি।
বর্তমানের সার্চ ইঞ্জিনগুলো অনেক স্মার্ট, তার ইউজারের বিহেভিয়ার, লোকেশন ইত্যাদি ইত্যাদি ট্রাক করে চেষ্টা করে বেষ্ট রাজাল্ট দেখাতে। অর্থাৎ একই বিষয়ে দুই জন ভিন্ন ভিন্ন লোকেশন থেকে সার্চ দিলে, দুই জনের রেজাল্ট ভিন্ন ভিন্ন দেখাবে। যেমন আপনি বাংলাদেশ থেকে একটা বিষয়ে সার্চ দিলেন, গুগল বা ফেসবুক চেষ্টা করবে বাংলাদেশ রিলেটেড রেজাল্ট বেশি বেশি দেখাতে। আবার ইউএস থেকে কেউ সার্চ দিলে, ইউ এস রিলেটেড রেজাল্ট বেশি দেখাবে। যারা SEO নিয়ে কাজ করেন তারা এটা আরও ভাল বলতে পারবেন। Fiverr এরও নিজস্ব এলগোরিদম আছে, এটা অনেকটা গুগলের মতই কাজ করে এবং অনেক স্মার্ট। 
একজন নতুন সেলার যখন নতুন গিগ দেয়, তখন স্বাভাবিক ভাবেই তার গিগ বার বার ভিজিট করে এবং তার রিলেটেড গিগ গুলো বেশি বেশি দেখে। ফলে Fiverr চেষ্টা করে এই রিলেটেড রেজাল্ট তাকে বেশি বেশি দেখাতে। এমনকি Fiverr তার গিগ সার্চে, সামনের দিকে দেখাতে পারে, ফলে একজন নতুন সেলার বিভ্রান্ত হতে পারে। সে হয়ত মনে করতে পারে, তার গিগ সামনের দিকেই আছে, অথচ অর্ডার কিন্তু আসছে না। 
আসল কথা হচ্ছে গিগ যদি সামনের দিকে থাকে, তবে অটোম্যটীক্যালি কিছু অর্ডার আসবে। যদি না আসে তবে ধরে নিতে হবে, এখানে কোন শুভংকরের ফাঁকি আছে। এখন আসি কিভাবে নিশ্চিত হব আমার গিগ আসলেই সামনে আছে কিনা। এটার জন্য যেটা করতে হবে, ক্রম ব্রাউজারে Ctrl+shift+n চেপে Incognito মোডে যেয়ে, Fiverr ব্রাউজ করতে হবে। এই মোডে সার্চ ইঞ্জিন কোন ডাটা সেভ করে না। ফলে অনেক একুরেট রেজাল্ট দেখায়। এবার দেখেন আপনার গিগ আসলেই সামনে আছে কিনা। 
আরও নিশ্চিত হবার জন্য, আপনার পরিচিত কোন ফ্রেন্ডকে একই ভাবে Incognito মোডে আপনার গিগ Fiverr এ সার্চ দিতে বলেন। দুইটার রেজাল্ট মেলান, তাহলেই নিশ্চিত হয়ে যাবেন, আপনার গিগ আসলেই কোথায় আছে। যদি যেখেন আপনার গিগ সার্চের সামনের দিকে আছে, গিগে ক্লিক ভিউ ভাল আছে, তবে  ধৈর্য ধরে অপেক্ষা করেন, বেশি বেশি সময় অনলাইনে থাকেন। আশা করা যায়, অর্ডার পেতে বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর যদি দেখেন, গিগ পিছিনে দিকে আছে, তবে চেষ্টা করেন যেভাবে হোক অর্ডার পেতে। আশা করি গিগ ধীরে ধীরে সামনে আসবে। 
ধন্যবাদ

(যারা মজিলা ব্রাউজার ইউজ করেন তারা Ctrl+shift+p চেপে প্রাইভেট মোডে সার্চ করবেন, অন্যান্য ব্রাউজারেও এই ধরনের মোড আছে, চেক করে নেবেন।  )

-Kamruzzaman

Read more ...

Friday 9 August 2019

Brave ad blocker and more faster Browser: Earn Money from Brave Browser




Brave Browser Rewards Tutorial - Earn Monthly BAT Tokens Free - Trading On Binance Exchange

Brave Browser Rewards Tutorial – Earn Monthly BAT Tokens Free – Trading On Binance Exchange
Earn monthly BAT Tokens by using and viewing Ads in Brave Browser
Brave Browser Rewards Tutorial, As Below
Step 1: Download Brave Browser
Download Brave Browser At:  https://brave.com   
– Click Download Brave’: You can download Brave by Your computer, Smart Phone (IOS/Android), Tablet,…
Step 2: Install Brave Browser 
– After download Brave Browser successfully: Click on the file was downloaded to install Brave Browser
Step 3: Claim Your BAT Token
–  After Installed Brave Browser successfully: Open Brave Browser
– Click on the ‘BAT’ icon on the top right corner of the page in your Brave browser and click ‘Join Rewards’

– Next: click ‘Ok’
– Next: click ‘Rewards Settings’
Brave Crypto Rewards Tutorial - Earn 30 BAT Tokens Free - Trading On Binance Exchange
– Next: click ‘Claim’
– Next: Follow the instruction to drag and drop BAT logo onto the color target
Brave Crypto Rewards Tutorial - Earn 30 BAT Tokens Free - Trading On Binance Exchange
– Congratulation: You have been got 30 BAT Tokens ~ $10
Note:
– You must keep and use Brave browser in 30 days to receive BAT token. 
– You can download and install Brave Browser on many devices to earn more rewards of BAT Token (30 BAT Tokens per device): Computer, Smart phone (IOS, Android), Tablet,…
Withdrawal
I have transferred 30 BAT Tokens of rewards from Brave browser into my Uphold wallet by way ‘Tip’ myself. Step by step as below:
Step 1: Register Brave Publisher Account
– Register ‘PUBLISHER’ account at:        https://publishers.basicattentiontoken.org/publishers/sign_up
– Enter Your email and click ‘Get Started’ button
– Check into Your email and click ‘Verify email’
– Enter Your name and click ‘Sign Up’ button: Set up 2FA (optional) or skip
Step 2: Create Uphold Wallet And Connect With Your Publisher Account
– Create Uphold wallet at: https://uphold.com/signup
– Login Your Uphold wallet to verify identity
– Login Your Brave Publisher account then Click ‘Connect to uphold’ to receive contributions from Brave Payments
Step 3: Add Channel Into Your Brave Publisher Account 
– Login Your Publisher account then click on ‘Add channel’: Verify and connect one of Your channels: Twitter, YouTube, Twitch or website
Step 4: Open Brave browser then go to Your channel (Your Twitter, YouTube, Twitch or website) that added to Your PUBLISHERS account  at Step 3
Step 5: Click on ‘Brave Icon’ at top right corner, then click ‘Send A Tip’
Example: I open Brave browser and go to My channel is https://www.youtube.com/channel/UCpZIrXvx4iuNWnyB0tL5eGw to tip myself
Step 6: A pop up box will appear and You can tip Your BAT tokens to Your PUBLISHERS account.
– Choose amount BAT Token You want to tip: 1 or 5 or 10 BAT, then click ‘Send My Tip’. After three time, You will transfer all Your 30 BAT Tokens into Your PUBLISHERS account
Step 7: Check Your BAT payment status: Login to Your PUBLISHERS account at:         https://publishers.basicattentiontoken.org/publishers/log_in
– Enter Your email and click ‘Log In’ button
– Check to Your email and click ‘Log in to Brave Payments’
– Deposit date will appear under your BAT balance. At this date, BAT Token will be transferred into Your Uphold wallet automatic
– Then, You can transfer Your BAT Token from Your Uphold wallet to Binance Exchange to sell and withdraw
Referral Rewards
– Login Your Brave Publisher account and click on ‘Get Started’ to get Your referral link
– Referral Rewards: Invite people to download and use Brave browser: Earn extra $5 of BATTokens per referral
Use Brave Browser To Earn More BAT Token
– Use daily Brave Browser You can claim BAT Token rewards.
– Viewing Ads to earn BAT: Earn daily BAT tokens by viewing ads in Brave Browser. Ads presented are based on your interests, as inferred from your browsing behavior. No personal data or browsing history ever leaves your browser. Currently Brave Ads is only available in the US, Canada, UK, Germany and France. Brave Ads will roll out to other regions, including Latin America, later in the year.
About Brave Browser
Brave is on a mission to fix the web by giving users a safer, faster and better browsing experience – while growing support for content creators through a new attention-based ecosystem of rewards.
Much more than a browser, Brave is a new way of thinking about how the web works. Brave is open source, and built by a team of privacy focused, performance oriented pioneers of the web, founded by the inventor of Javascript and co-founder of Mozilla.
Browse the web up to 8x faster than Chrome and Safari: Brave loads major news sites 2 to 8 times faster than Chrome/Safari on mobile and 2 times faster than Chrome on desktop.
No more data charges to download unwanted content: The average mobile browser user pays as much as $23 a month in data charges to download ads and trackers — that’s $276 a year. Brave blocks ads and trackers, so you don’t pay for them.
Brave blocks unwanted content by default and keeps count: Popular sites often host multiple ads and as many as 70 trackers per site. Worse, most leading ad blockers still allow trackers through to profile your location, behavior and other browsing activity.
Earn rewards and give back to your favorite publishers: Support your favorite sites with micropayments. Brave features blockchain-based tokens which can be used to reward content creators.
Brave blocks the software that follows you around: The “private” browsing mode that others offer is not truly private. Brave’s many privacy features, including “Private Tabs with Tor*,” stop trackers and provide a deep level of protection
Here are some of the features found in the Brave Browser
(Features marked with an asterisk are pending on one or more platforms.)
Extensions/Plugins
  • 1Password
  • LastPass*
  • Dashlane
  • Bitwarden*
  • MetaMask*
  • PDF JS*
  • Pocket*
  • WebTorrent*
  • Flash (off by default)*
  • Widevine (off by default)
Address Bar
  • Add Bookmark
  • Autosuggest URLs
  • Search from address bar
  • Autosuggest search terms
  • Show or hide bookmarks toolbar*
  • Show page load time*
  • Show secure or insecure site
  • Show text and/or icons in bookmarks toolbar*
Tabs
  • Private Tabs
  • Pinned Tabs*
  • Auto-unload*
  • Drag and drop*
  • Duplicate*
  • Close Options
  • Find on page
  • Print page
Search
  • Choose default search engine
  • Use keyboard shortcuts for alternate search engines*
  • Option to use DuckDuckGo for private tab search*
Shields
  • Ad blocking
  • Fingerprinting prevention*
  • Cookie control*
  • HTTPS upgrading*
  • Block scripts*
  • Per-site shield settings
  • Configurable global shield defaults
Security
  • Clear browsing data
  • Built-in password manager
  • Support for 1Password, Dashlane, Lastpass, and bitwarden*
  • Form autofill
  • Control content access to full-screen presentation*
  • Control site access to autoplay media
  • Send “Do not track” with browsing requests
Brave Browser Rewards Tutorial – Earn Monthly BAT Tokens Free – Trading On Binance Exchange – emarketrelations.blogspot.com

Tag:

how to make money online for beginners
how to earn money online without paying anything
how to earn money online with google
how to make money online for free
how to earn money from home
real ways to make money from home
make money online with google
online surveys for money
What is the easiest way to make money online?
How do you start an online income?

Read more ...

Thursday 8 August 2019

Verified Paypal for Bangladeshi Freelancer



Paypal

পেপাল এখন বাংলাদেশে!!! অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা আর এটাই সত্ত্যি !!!! বিস্তারিত  জেনে নিন কিভাবে আপনি পেতে পারেন ভেরিফাইড পেপাল.....


আপনারা এতদিন যা ভেবেছেনঃ

How can get verified paypal in Bangladesh?

How can open paypal account from bangladesh?

Basngladesh support Paypal? 

How can verify Paypal from Bangladesh?

How can add VISA or Mastercard in my paypal?

Which card supported to add in paypal account?

Paypal support any Bangladeshi card? 

বাংলাদেশী ফ্রল্যান্সারগন এতদিন যাবত পেপাল নিয়ে প্রশ্ন ও সমস্যা গুলোর সম্মুখীন হয়েছেন  আমরা নিয়ে এসেছি তার পূর্নাংগ সমাধান!!

এখন আর ফেইক নেম, লোকেশন বা ডুকোমেন্ট দিয়ে নয়!

 সম্পুর্ন সঠিক তথ্য দিয়ে নিজের নামে পেপাল একাউন্ট করে দিচ্ছি আমরা। 

সুতরাং একাউন্ট লিমিট, ব্লক, ডিজেবল হয়ে আপনার কষ্টার্জিত ডলার হারিয়ে যাওয়ার চিন্তা একদম ঝেড়ে ফেলে নিশ্চিন্তে অর্ডার করুন আর  পেয়ে যান আপনার কাংখিত-

Malaysian visa card verified Paypal!!!


মালয়েশিয়ান কার্ড ভেরিফাইড পেপ্যাল একাউন্ট। 

Price: 5100 TK 

মাত্র ৫১০০ টাকায় (ব্যাংক কার্ড+মোবাইল সিম কার্ড+ ভেরিফাইড পেপাল একাউন্ট) একত্রে পেতে এক্ষনি অর্ডার করুন 
বিস্তারিত :
১. একটি মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ভিসা কার্ড পাবেন (প্লাস্টিক কার্ড )। 
২. ভিসা কার্ডটি আপনার পেপ্যাল একাউন্ট এর সাথে কানেক্ট করা থাকবে এবং ভেরিফাই করা থাকবে। 
৩. এই ভিসা কার্ড এর সকল লেনদেন মোবাইল এপ্স এর মাধ্যমে পরিচালনা করতে পারবেন। 
৪. ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) ম্যানেজমেন্ট এর জন্য একটি মালয়েশিয়ান রোমিং সিম দেয়া হবে যা বাংলাদেশের নেটওয়ার্ক এ সচল থাকবে। 
৫. আপনার পেপাল একাউন্ট , ভিসা কার্ড একাউন্ট এবং  সিম কার্ড আপনার পাসপোর্ট এবং আপনার ইমেইল একাউন্ট এর অধীনে থাকবে। 
৬. আপনার ভিসা কার্ডে যে কোনো সময় ব্যালান্স লোড করে পেপ্যাল এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। 
৭. আপনার পেপ্যাল একাউন্ট টি বিসনেস একাউন্ট হবে তাই আপনি যে কোনো পেমেন্ট এই পেপ্যাল একাউন্ট এ রিসিভ করতে পারবেন। 
৮. পেপ্যাল বিসনেস একাউন্ট এর মাধ্যমে ইনভয়েস তৈরী করে কাস্টোমার থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। 
৯. ভিসা কার্ড, সিম কার্ড এবং ইমেইল আপনার নিয়ন্ত্রণে থাকার কারণে যে কোনো ধরণের ভেরিফিকেশন অথবা অনাখাঙ্খিত সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন। 
১০. আপনার পেপ্যাল ডলার ক্যাশ করতে এবং আপনার ভিসা কার্ড রিলোড করতে সব ধরণের সহযোগিতা পাবেন।
তাই দেরি না করে অর্ডার করুন আজই।


+8801911250873


 Price Only 2100 Tk.

  বিস্তারিত জানতে


Tag: #Paypal #verifiedPaypal #Paypal-in-Bangladesh #MalaysianPaypal #BusinessPaypal

Read more ...

BEETECH REVIEWS | BEETECH COMMUNICATION OPC||ABOUT BEETECH

  BEETECH COMMUNICATION OTC TOGETHER WE CAN CHANGES THE WORLD ECONOMY Website: www.beetc24.com Facebook: WhatsApp: Telegram: Owner: SAIFUL I...

Designed By Published.. Blogger Templates