SPC World Express New Update 2023!!
বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ ই-কমার্স প্লাটফর্ম নিয়ে আবারও কার্যক্রম শুরু করেছে এই প্রতিষ্ঠান টি। এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে মেম্বারদের ইনকামের সুযোগ রেখেছে এস পি সি গ্রুপ
কাজ শুরু করুন SPC 3rd Part প্রোগ্রাম নিয়ে আর আয় করুন ঝুঁকি ও দায় মুক্ত ভাবে।
নতুন এস পি সি আপডেট সম্পর্কিত আলোচনাঃ
আসসালামু আলাইকুম।
আমি আজ খুব সহজে কোন প্রকার ইনভেস্ট ছাড়া ভাল আয় করার একটি প্রকৃয়া নিয়ে আলোচনা করব।
আমি ফেসবুক এ কিছু আর্নিং সম্পর্কীয় গ্রুপ বা পেজ এ অনেক কেই দেখি একটি কমন প্রশ্ন করতে- মোবাইল এর জন্য ভাল এ্যাপ্স কোন টা যেখান থেকে আয় করা যায়?
অনেকে অনেক স্ক্যাম/ফেইক সাইট এর আকর্ষণীয় প্রলোভন দেখে ফাদে পা রেখে অনলাইন থেকে আস্থা ফিরিয়ে নেন।
বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন প্রকট আকার ধারন করছে, সেই সাথে কাজ না জানা লোকেরা অনলাইনে বিচরন শুরু করেছে কিভাবে কাজ ছাড়াই টাকা আয় করা যায়!
কিন্তু এটা তারা ভাবেনা যে, পারিশ্রমিক আসে শুধু পরিশ্রম এর মাধ্যমে, আর কাজে তো পরিশ্রম হবেই। তবে কাজের ধরন বা পরিশ্রমের চাইতে পারিশ্রমিক এর মাত্রা বেশী অফার করলেও ভয় কারন তারা প্রতারণা করতে পারে, তাই কোন এ্যাপ্স এ বা সাইট এ কাজ করার আগে তাদের লক্ষ্য কি আর কেন টাকা দেবে কোথা থেকে টাকা দেবে, তাদের লাভ কি তা জানা জরুরী।
আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো SPC World Express.
এই সাইটি মূলত অনলাইন শপিং প্লাটফর্ম।
একটি ডেভলপার কোম্পানি সিস্টেম টি চালু করেছে।
তারা বিভিন্ন সফটওয়্যার টোলস, প্লাগিনস, ডাটাবেইজ প্রোগ্রাম তৈরী করে, এদের এড ফার্ম ও রয়েছে সম্প্রতি তারা পার্সেল সার্ভিস চালু করতে যাচ্ছে।
এরা একটি কমিউনিটি বিল্ডআপ করেছে আর কমিউনিটি বড় করে তুলছে।
এই কমিউনিটির মাধ্যমে তারা তাদের নিজস্ব ব্র্যান্ড এর প্রোডাক্ট সেল করছে সেই সাথে কমিউনিটি মেম্বার দের কে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে যেন তাদের মাধ্যমে নিজেরাও আয় করতে পারে আর সেই আয়ের টাকা তুলে নিতে পারে অথবা তা দিয়ে তাদের পন্য ক্রয় করতে পারে।
তাদের কয়েকটি পন্যের ছবি দেওয়া হলো-
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ ফ্যাশন, ইলেকট্রনিক সামগ্রী, ক্রোকারিজ সামগ্রী সহ অন্যান্য প্রায় ২৫০ টি পন্য বিক্রি করছে মেম্বার দের কাছে। যে কেউই ফ্রী মেম্বার হয়ে নগদ টাকা দিয়ে এখান থেকে তাদের পন্য কিনতে পারে, মাসিক বাজার করতে পারে
এছাড়াও অন্যদের রেফার করে বাড়তি আয় করতে পারে।
আর তাদের সম্পূর্ণ কার্যক্রম চালাচ্ছে একটি এন্ড্রয়েড এ্যাপের মাধ্যমে।
এ্যাপ এ যেই সার্ভিস গুলো রয়েছে তা হলো -
শপিং, স্যোশাল মিডিয়া, ইসলামিক তথ্য, বাস স্ট্যান্ড লোকেশন ট্র্যাকার, বাস, এয়ার টিকিট ক্রয়, মোবাইল রিচার্জ, মোবাইল ডাটা প্যাক, এয়ার টাইম বান্ডেল ক্রয়, রকেট, বিকাশ, নগদ এ ব্যালেন্স লোড ও ক্যাশ আউট ও অন্যান্য সার্ভিস।
আপনি এখান থেকে পণ্য কিনে কি কি পেতে পারেন-
পয়েন্ট দেখাচ্ছে ৩০/-
এডজাস্টেবল ব্যালেন্স ২০/-
আপনি যদি পুরাতন মেম্বার হয়ে থাকেন তাহলে আপনার ওয়ালেট এ এডজাস্টেবল ব্যালেন্স থাকার কথা।
নতুন মেম্বার রাও বিভিন্ন ইভেন্ট এর জন্য এডজাস্টেবল ব্যালেন্স পাওয়ার সুযোগ পেতে পারেন।
আপনি যদি এই পণ্য টি ক্রয় করতে চান তাহলে আপনাকে নগদ ২৪০/- বাকি টা এডজাস্টেবল ব্যালেন্স (২০ পয়েন্ট) দিয়ে পণ্য টি ক্রয় করতে পারেন
পণ্যটি ক্রয় করলে আপনি ৩০ পয়েন্ট বোনাস হিসেবে পাবেন। এই ৩০ পয়েন্ট মানেই ৩০ টাকা।
এভাবে আপনার ওয়ালেটে নির্দিষ্ট পয়েন্ট জমা হলে আপনি ইনস্ট্যান্ট উত্তোলন করে নিতে পারবেন কোম্পানি থেকে।
যত বেশি পণ্য কিনবেন বা যত বেশি বাজার করবেন তত পয়েন্ট অর্জন করবেন।
আপনার রেফার করা যত মেম্বার যত বেশি বাজার করবে তত বেশি পয়েন্ট আপনার ওয়ালেট এ জমা হবে।
যা আপনার অতিরিক্ত আয় হবে।
SPC world express Apps দিয়ে কিভাবে আয় করা যায় ?
এই এ্যাপ্স থেকে কিভাবে আয় করা যায় তা ধাপে ধাপে আলোচনা করা হলো-
এই SPC এ্যাপ এর মধ্যে যে সকল পন্য বা সার্ভিস রয়েছে তা অন্যকে ক্রয় বা সার্ভিস গ্রহণ করতে উদ্ভোদ্ধ করার মাধ্যমে আয় করা সম্ভব।
কমিউনিটি বিল্ডআপ থেকে আয়ঃ
কমিউনিটি বিল্ড আপ এ সহায়তা করে আপনি আয় করতে পারেন যেমন-
রেফারাল কমিশন
আপনি যখন কাউকে একটি ফ্রি আইডি খুলে দিয়ে তাকে কোন পন্য ক্রয় করতে বলবেন আর সে নগদ টাকায় যে পণ্য ক্রয় করবে তার একটি কমিশন আপনাকে কোম্পানি দিয়ে দিবে।
প্রতি রেফার বোনাস ১০০/-
জেনারেশন বোনাসঃ
আপনি যাকে জয়েন করাবেন সে আপনার আইডির সরাসরি অধীনে ১ম ধাপে থাকার কারনে আপনি সরাসরি একটা কমিশন পাবেন যা আপনার ১ম জেনারেশন বোনাস হিসেবে গন্য হবে।
সে ব্যাক্তি যদি অন্য একজন কে জয়েন করায় আর আর পন্য ক্রয় করায় তাহলে সে তো কমিশন পাবেই সেই সাথে আপনিও কিছু কমিশন পাবেন। এভাবে ৩০ জেনারেশন পর্যন্ত কমিশন পাওয়ার সুযোগ।
জেনারেশন বোনাস বন্টনঃ
১ম জেনারেশন ২০/-
২য় থেকে ৬ষষ্ঠ ১০/-
৭ম থেকে ৩০ তম ৫/-
রয়েল ক্লাব মেম্বার-
আপনি যদি ১০ জন লোক কে রেফার করে ১টি করে মোট ১০ টা খুলে দেন আর সেগুলো তে পন্য কয় করে এক্টিভ করে তাহলে আপনি রয়েল মেম্বার হিসেবে পরিগনিত হবেন আর প্রতিদিন কোম্পানির প্রফিট এর একটা অংশ রয়েল বোনাস হিসেবে পাবেন।
স্টার মেম্বার
Star bonus: স্টার মেম্বার হতে গেলে আপনাকে যা করতে হবে তা হলো- আপনাকে বেশি বেশি রেফার করতে হবে তাদের কে দিয়ে বেশি বেশি বাজার করাতে হবে বা পন্য ক্রয় করাতে হবে।
তাতে আপনি বেশি বেশি কমিশন ও পাবেন।
আপনার মোট ইনকাম যখন মোট১০ হাজার টাকা হয়ে যাবে তখনি আপনি স্টার মেম্বার হয়ে যাবেন।
স্টার মেম্বার হয়ে গেলে কোম্পানি আপনাকে প্রতি মাসে একটা স্টার ইনসেন্টিভ দিবে।
এ্যপ্স এর নাম কি?
SPC World Express
Website আছে কি?
জি আছে, আপনি এই লিংক এর মাধ্যমে সাইট ভিজিট করতে পারেন
লিংকঃ
http://spcworldexpress.com/
এ্যাপ্স টা কোথায় পাব?
আপ্নার এন্ড্রয়েড প্লে স্টোর থেকে SPC world express এ্যাপ টি ডাউনলোড করে নিতে পারেন।
লগিন করব কিভাবে?
লগিন করতে হলে আপনাকে একাউন্ট খুলে নিতে হবে।
কিভাবে এস পি সি একাউন্ট খুলব?
How to create SPC account?
সাইন আপ অপশন নাই কিভাবে খুলব?
আপনাকে অবশ্যই যে কোন মেম্বার এর মাধ্যমে খুলে নিতে হবে। অর্থাৎ একাউন্ট আছে এমন কাউকে দিয়ে খুলে নিতে হবে। নিজে নিজে খুলার সুযোগ নাই।
এস পি সি আইডি কি ফ্রী তে খুলা যায়?
হা একাউন্ট খুলা সম্পুর্ন ফ্রি!! এই ক্ষেত্রে কোন খরচ নেই।
আমি আইডি খুলেই কি রেফার করতে পারব?
না, আপনার আইডি খুলার পর আপনাকে ৫০০ পয়েন্ট এর পন্য কিনতে হবে। প্রথম বার পণ্য ক্রয়ের সাথে সাথে আপনার আইডি বা একাউন্ট একটিভ হয়ে যাবে আপনি কোম্পানির গুরুত্বপূর্ণ একজন মেম্বার হয়ে যাবেন। তার পর থেকে আপনি ও কোম্পানির পন্য বিক্রয়ে সহায়তা করে এফিলিয়েট ইনকাম জেনারেট করতে পারেন।
পন্য কিভাবে বা কোথা হতে ডেলিভারি নিব?
পন্য সরবরাহ করার জন্য এজেন্ট রয়েছে। আপনি শুধু পন্য অর্ডার করবেন আর কোন এজেন্ট থেকে নিবেন তা সিলেক্ট করে দিবেন।
পন্য আপনার ঠিকানায় পৌঁছে যাবে। পন্য হাতে পেয়ে নগদ মূল্য পরিশোধ করবেন।
মেম্বার হলে কি রেফার করা বাধ্যতামূলক?
না এটি বাধ্যতামূলক নয় যার ইচ্ছা রেফার করবে যার ইচ্ছা সে করবেনা।
কোন রিস্ক আছে কি?
আপনার একাউন্ট টি সম্পূর্ণ ফ্রি। আপনি যাদের কে রেফার করছেন তাদের ও ফ্রি একাউন্ট। যেহেতু আপনার কোন ইনভেস্ট নাই তাই ঝুকিও নাই। তাছাড়া আপনি যখন কোন পন্য অর্ডার করবেন তা হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন। তার মানে যত টাকার পন্য কিনবেন সে পরিমান পন্য আপনি পেয়ে যাচ্ছেন, যাকে রেফার করছেন সেও তার ক্রয়কৃত পঅন্য হাতে পেয়ে যাচ্ছে তখন কোম্পানি ও আপনার মধ্যে বা আপনার ও যাকে রেফার করলেন তাফ মাঝে কোন লেনদেন নাই দায়বদ্ধতা নাই, ঝুঁকি ও নাই।
কোন টিম বা হাত আছে কি?
না, কোন টিম নাই, কোন আপলাইন নাই, ডাউনলাইন নাই।
যে যত পারবে রেফার করবে, যে যত পারবে কোম্পানির পন্য বিক্রি করে দিবে। যত বিক্রি তত ইনকাম।
বিশেষ দ্রষ্টব্যঃ
একজন লোক শুধুমাত্র একটি আইডি খুলতে পারবে তার জাতীয় পরিচয় পত্র দিয়ে।
Payment System :
কিভাবে টাকা তুলব?
পেমেন্ট অপশন এ ব্যাংক, রকেট, বিকাশ, নগদ একাউন্ট এড করা যাবে।
মিনিমাম উইথড্র কত?
মিনিমাম ১০০/- হলেই তুলে নেওয়া যাবে (পরিবর্তন যোগ্য)
SPC 3rd Part program
এস পি সি থার্ড পার্ট কার্যক্রম এ যোগ দিন আর ঝুঁকি মুক্ত ইনকাম শুরু করুন কোন প্রকার ইনভেস্ট ছাড়াই!!
সম্পূর্ণ ফ্রি তে একাউন্ট করুন এবং শুধু মাত্র ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে নির্দিষ্ট কিছু পন্য কিনুন যা আপনার কাজে লাগবে। আর হয়ে যান থার্ড পার্ট বিজনেস এফিলিয়েট পার্টনার।
আপনি রেফার করুন আপনার রেফারাল মেম্বার রা নিত্য প্রয়োজনীয় বাজার করবে আর আপনি কমিশন পেতে থাকবেন।
আপনি নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী বাজার মূল্যে এখান থেকে ক্রয় করতে পারবেন ও কাস্টমার দের কাছে সেল করে দিতে পারবেন।
চাল, ডাল, মশলা, তেল, ক্রোকারিজ, ইলেকট্রনিকস, ইলেকট্রনিকস, হেলথ এন্ড বিউটি, পার্সনাল কেয়ার সহ যাবতীয় পণ্য সামগ্রী পাবেন এখানে। যা যে কোন পরিবারের মাসিক বাজার এর একটা প্লাটফর্ম এটি।
১০ জন কে রেফার করলেই আপনি প্রতিদিন পাবেন রয়েল বোনাস!!
আপনার মোট ইনকাম যখনই ১০ হাজার টাকা পূর্ণ হবে আপনি হয়ে যাবেন স্টার মেম্বার, আর আপনি পাবেন প্রতি মাসে একটা ইনসেন্টিভ অর্থাৎ স্টার বোনাস। কোম্পানির সেল যত বাড়বে আপনার বোনাস তত বাড়বে।
রয়েছে আপনার কমিশন এর টাকা ইন্সট্যান্ট তুলে নেওয়ার সুযোগ!!
কোন মেম্বারশিপ ফি নেই, কোন জামানত নেই, কোন একাউন্ট খুলার খরচ নেই। পন্য ক্রয়ের ক্ষেত্রে কোন অগ্রিম পেমেন্ট নেই।
সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্থা অর্ডারকৃত পন্য হাতে পেয়ে মূল্য পরিশোধ।
একটি মাত্র ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে শুধু মাত্র একটি আইডি খুলা যাবে। একাধিক আইডি গ্রহণ যোগ্য নয়।
তো আর ভাবনা কেন, আজই যুক্ত হোন
এস পি সি গ্রুপ এর- "এস পি সি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিঃ" এর এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম এ।
পুরাতন মেম্বার গন থার্ড পার্ট রেজিষ্ট্রেশন ও কার্যক্রম এ যুক্ত হওয়া ও নতুন যারা শুরু করতে চান সকলেই সহযোগিতা পাবেন।
ফ্রী একাউন্ট খুলা, পণ্য ক্রয়, রেফার করা, যাবতীয় তথ্য ও সহযোগিতার জন্য যোগাযোগ করুন
টেলিগ্রাম ও হোয়াটস এ্যাপ।
যোগাযোগঃ
টেলিগ্রাম গ্রুপঃ https://t.me/+e_l30hOjMbkyM2Jl
হোয়াটস এ্যাপ গ্রুপঃ https://chat.whatsapp.com/Bq8WDebW75o0m8BwSIT4cW
SPC কি পেমেন্ট দেওয়া শুরু করেছে?
"এস পি সি" থার্ড পার্ট প্রোগ্রাম এ প্রত্যেকের ইনকাম কোম্পানি সরাসরি ইনস্ট্যান্ট উইথড্র দিচ্ছে।
এস পি সি থেকে পুরাতন বা 1st part এর পেমেন্ট কিভাবে পাব?
পুরাতন সকল পেমেন্ট একসাথে পরিশোধ করে কোম্পানি ফান্ড
বা মূলধন শূন্য হতে রাজি নয়। তাতে কোম্পানি একেবারে বন্ধ হয়ে যাবে ফলে অনেকে লোজার হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে।
তাই কোম্পানি সরকারের দেওয়া শর্তাবলী পালন স্বাপেক্ষে তারা নতুন নিয়ম অনুযায়ী ব্যবসা পরিচালনা করে আস্তে আস্তে পূর্বের পাওনা পরিশোধ করে দিবে এই মর্মে সকল পুরাতন মেম্বারদের কে তাদের ব্যবসায় সম্পৃক্ত হয়ে ব্যবসাকে এগিয়ে নেওয়ার আহবান করেছে। যাতে করে আবার ভাল কিছু আয়ের সুযোগ গ্রহন করে পূর্বের ক্ষতি পুষিয়ে নিতে পারে।
("আলামিন প্রধান" এম ডি এর ভাষ্যমতে)
এস পি সি তে কাজ করে আবার ও কোন ঝুঁকি তে পড়ব কি?
যেহেতু কোম্পানি বানিজ্য মন্ত্রনালয় প্রণীত ও আরোপিত শর্ত অনুযায়ী বিজনেস পরিচালনা করতে বাধ্য ও সবসময় নজরধারিতে থাকবে সুতরাং নতুন কোন ঝামেলা হওয়ার সম্ভাবনা কম।
তাছাড়াও আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে কোম্পানি কারো কাছ থেকে কোন অগ্রীম অর্থ নিচ্ছেনা বা ফি গ্রহন করছেনা তাই মেম্বারদের আর্থিক ঝুঁকি নাই।
শুধুমাত্র পণ্য বিক্রি ই একমাত্র বিজনেস। ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। আইডি খুলা একেবারে ফ্রি। তাই কোম্পানি ও মেম্বার, মেম্বার ও মেম্বার এর মধ্যে কোন দায়বদ্ধতা ও দেনা পাওনা থাকবে না
সুতরাং নতুন নিয়মে থার্ড পার্ট প্রোগ্রাম এ কাজ করা মেম্বারদের জন্য নিরাপদ ই বলা যায়।
!!!স্পেশাল অফার!!!
যাদের এস পি সি তে কোন আইডি নেই তারা পেতে পারেন একদম ফ্রী একটি আইডি 3rd Part রেজিষ্ট্রেশন সহ!!!
যাদের এস পি সি তে আগেই আইডি খুলা আছে যারা 3rd Part রেজিষ্ট্রেশন করেন নি তারা পাচ্ছেন একদমই ফ্রী 3rd part রেজিষ্ট্রেশন যেখানে কাউকে কোন ফি বা টাকা পয়সা দিতে হবে না।
এই সুযোগ অফার চলাকালীন সীমিত সময়ের জন্য.......
No comments:
Post a Comment