Sunday, April 06, 2025

Breaking News

Wednesday, 23 October 2019

Paid Marketing: Online Payment Solution

কিছু ডিফল্ট স্কিল আছে যেগুলোর মার্কেট ধীরে ধীরে অনেক কম্পিটিটিভ  হয়ে যাচ্ছে । এই যেমন ওয়েব ডিজাইন , গ্রাফিক্স , সফটওয়্যার ডিজাইন বা ডেভলাপমেন্ট অরগানিক এস,ই,ও ইত্যাদি এই সেক্টরগুলোতে ,

এতো এতো মানুষ এঞ্জেজ হচ্ছে যে,বিগিনাররা যারাই আসছে তারা কমপক্ষে ১ বছর চরাই উতরাই পেরিয়ে কিছুটা আরনিং এর মুখ দেখছে।

মাঝদিয়ে কিছু ‘’মানহীন’’ প্রশিক্ষণ সেন্টার তাদের লোভের ফাঁদে পেলে ‘’মোটা’’ অঙ্কের টাকা কামিয়ে নিচ্ছে ।

এইখানে সবচেয়ে প্লাস  পয়েন্টটা হচ্ছে মানুষের মাঝে স্কিল ডেভলাপ করার আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে , কিন্তু মার্কেট ''সাংঘাতিক'' আকারে কম্পিটিটিভ হওয়ার কারনে  অধৈর্য্য’রা কিছুদিন পরেই হতাশ হয়ে যাচ্ছে , দক্ষ বা  দীর্ঘদিন ধরে মার্কেট এ লীড যারা করছে তারাই টিকে থাকছে ।

মারকেটপ্লেস গুলোর অবশ্য যেই সুযোগ নেই ধরে ধরে বিগিনারদের প্রমোট করবে ।

তবে হ্যা, সমস্যা  যেহেতু আছে সুযোগ ও আছে , আর সেটা হচ্ছে ‘’সেলফ ব্র্যান্ডিং’’ বা ‘’প্রোমোশন’’ আর সেটা হতে পারে নিজের একটা কোম্পানি বা প্রতিষ্ঠান দেওয়া নিজের ‘’স্কিল’’ এর উপর ।

‘’রিচ ড্যাড পুউর ড্যাড’’ বইয়ে রবার্ট কিয়োসাকি   একবার এক লেখকলেকে নিজের স্কিল কে সেলিং এর  পরামর্শ দিয়েছিলেন , যেটাকে এক কথায় ‘’মার্কেটিং’’ বলে ।

 অর্থাৎ আপনার স্কিল কে আপনি যদি সেল না করতে পারেন তাহলে সেই স্কিল এর কোন ভ্যালু নেই বা বাড়বে ও না ।

আপনাকে আপনার কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে ফুটিয়ে তুলতে হবে আর সেটা আপনার নিজের মার্কেটিং দক্ষতায় !

মানে দাঁড়াচ্ছে , স্কিল এর পাশাপাশি মার্কেটিং এ দক্ষ হতে না পারলে আপনি কোন ইন্ডাস্ট্রিতেই  লীড করতে পারবেন না ।

স্কিল এবং মার্কেটিং পাশাপাশি হাত ধরে চলে একটিকে  ছাড়া আরেকটি নিয়ে আগানো যাবে না কখনোই !!!!

তাহলে  প্রশ্ন হচ্ছে , কিভাবে করবো মার্কেটিং ? কিভাবে ছড়াবো নিজের স্কিল , কিভাবে  মার্কেটপ্লেস এর বাইরে থেকে ক্লাইয়েন্ট পাবো , তাদের সাথে কাজ করবো ?

উত্তর একটাই, পেইড এডস এ এক্সপার্ট হওয়া ।


বর্তমান  ফেইসবুক আর গুগোল এর যুগে  শুধু আপনি বা আমি  না , আপনার মত আপনার ভবিষ্যৎ   ক্লাইয়েন্ট গুলো ও এইখানে ভেসে বেড়াচ্ছে । আপনার কাজ হচ্ছে সঠিক স্ট্রাট্রেজি  আর ফলোয়াপ এর মাধ্যমে তাদের কে আপনার হাতে নিয়ে আসা ।


যদি স্কিল ডেভলাপের জন্য ১০ হাজার রাখেন তাহলে সেটার ‘’প্রোমোশন’’ এর জন্য ডাবল বা ট্রিপল রাখেন । আপনার ইনভেস্টমেন্ট ফিরে আসবে যদি সঠিক গাইডলাইন্স আর প্রপ্রার মনিটরিং এর মাধ্যমে সেটার নার্সিং করতে পারেন ।


আর পেমেন্ট নিয়ে যদি চিন্তা করে থাকেন , তাহলে ESolution/Online Payment Solution/EMARKET RELATIONS থাকতে শুধু শুধু টেনশন নেওয়াটা আপনার বড় বোকামি হবে

কারন একমাএ আমরাই বাংলাদেশে প্রথম মালয়েশিয়া থেকে ‘’অফিসিয়াল একটা পেপাল পেমেন্ট গেটওয়ের’’ সমাধান দিচ্ছি , যেটা আপনি আর কোথাও  পাবেন না ।

আর এই  পেপাল পেমেন্ট সার্ভিসটার মাধ্যমে আপনি দেশে বসেই আপনার বিদেশী ক্লাইয়েন্ট থেকে অনায়াসে, সহজে , নিরাপদ এবং দ্রুততম সময়ে টাকা আপনার হাতের বিকাশ একাউন্ট এ চলে আসবে ,

এবং সেই একই ডলার দিয়ে ভিসা কার্ড লোড করে ‘’প্রোমোশন’’ এর কাজটা করে ফেলতে পারবেন !

একঢিলে দুই পাখি মারার এই  সুযোগটা কেন মিস করবেন ?

আরও বিস্তারিত জানতে আমাদের পেজ এর সবগুলো কন্টেন্ট এক এক করে পড়ে ফেলুন আর ইনবক্স তো সবসময় খোলাই !!

#ধন্যবাদ

No comments:

Post a Comment

ইউটিউবে মোটিভেশনাল ভিডিও বানিয়ে কিভাবে ভালো ভিউ এবং রেভিনিউ পাওয়া যায়

মূল কীওয়ার্ড ইউটিউব মোটিভেশনাল কনটেন্ট, বাংলা মোটিভেশন ভিডিও, YouTube রেভিনিউ, মোটিভেশনাল ভিডিও আইডিয়া, ইসলামিক মোটিভেশন প্রথমেই জানুন –...

Designed By Published.. Blogger Templates