Breaking News

Thursday 25 May 2017

How to Make money Online with Crypto Currency (Bangla article)

আসালামুয়ালাইকুম ,
নিশ্চয় সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। কথায় আছে , সুযোগ খুব আস্তে করে
 মানুষের দরজায় টোকা দিয়ে যায়। যে কাজে লাগাতে পারে সে এগিয়ে থাকে আর যে না পারে সে অপেক্ষায়
 থাকে পরবর্তী সুযোগের জন্য।

অনলাইনে ব্যবসা করা অনেক ধরণের পদ্ধতি থাকলেও সব পদ্ধতি সবার জন্য না। যেমন কয়েকটা উদাহরণ
 দিচ্ছি ......
১. আপনি যদি ফেইসবুক মার্কেটিং , গুগল এডসেন্স , এডভার্টাইসিং নেটওয়ার্ক ডেভলপ করা এই জাতীয় কাজ বুঝেন তাহলে আপনি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে একজন এডভার্টাইসিং পাবলিশার হিসেবে অনলাইন থেকে ইনকাম 
করতে পারেন।
২. আপনি যদি ওয়েবসাইট ডেভলপ করা , গ্রাফিক্স ডিসাইন , ফটো এডিটিং, ভিডিও এডিটিং এই জাতীয় কাজ
 পারেন তাহলে আপনি www.upwork.com , www.freelancer.com , www.fiverr.com এই ধরণের অংকে ওয়েব
সাইট আছে যেখান থেকে কাজ নিয়ে ইনকাম করতে পারেন।
৩. আপনি যদি ওয়ার্ল্ড কারেন্সী মার্কেট বুঝেন তাহলে কারেন্সী ট্রেডিং করে নিজের অনলাইন  ক্যারিয়ার সমৃদ্ধ 
করতে পারেন। এই সেক্টরেও অনেক ধরণের কাজ করার সুযোগ আছে , যেমন: IB (Introducing Broker), 
Fund Management, Trading Signal sell করা ইত্যাদি।

মজার বিষয় হচ্ছে এই ধরণের কাজ করে অনেকেই আছে যারা মাসে ৫০০ ডলার থেকে ৫০০০ ডলার ও
 ইনকাম করছে। এবং এদের সবাই দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। তাহলে আমি আপনি অনলাইন থেকে
 ইনকাম করতে পারলাম না কেন??? কারণ হচ্ছে এই সুযোগ গুলি আজ থেকে ৫/৭ বছর আগে আমাদের
 দরজায় খুব আস্তে করে টোকা দিয়েছিলো। আমরা কিছুটা বিরক্তি প্রকাশ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। 
 আর যখন ঘুম ভাঙলো তখন দেখি অনেকেই এগিয়ে গেছে। এই সেক্টর গুলিতে মানুষের সফলতা দেখে 
 এখন অনেকেই এগিয়ে আসছে এবং চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার জন্য।

ক্রিপ্টো কারেন্সী তেমন একটি প্লাটফর্ম এর নাম যা আপনার অনলাইন আর্নিং এর ধারণাই চেঞ্জ করে দিতে 
পারে। বিটকয়েন এর নাম আমরা অনেকেই শুনেছি কিন্তু আসলে বিটকয়েন কি তা নিয়ে আমাদের ধারণা খুবই
 কম। পাশাপাশি বিটকয়েন এর মতো কয়েক হাজার কয়েন আছে যা আমরা অনেকেই জানি না। এই সব গুলি 
কয়েনকে এক নাম ডাকা হয় ক্রিপ্টো কারেন্সী বলে।

ইতিহাস বলে ২০০৯ সালে যারা ক্রিপ্টো কারেন্সী প্লাটফর্ম এ সময় অথবা অর্থ বিনিয়োগ করেছিল তারা এখন 
প্রত্যেকেই কোটিপতি।  ০.০০০৭ ডলার এক্সচেঞ্জ ভেল্যু নিয়ে শুরু করা বিটকয়েন আজ ২৫০০ ডলারে গিয়ে 
পৌঁছেছে। অর্থনীতিবিদরা বলছেন , সেই দিন খুব বেশি দূরে নয় যে বিটকয়েন এর সামান্য একটি অংশ দিয়ে
 মির্চিটিজ বেঞ্চ গাড়ি কেনা যাবে। অনেকের ধারণা এই বছর শেষে বিটকয়েন এর দাম থাকবে ২০০০০ ডলারে। 
সবচেয়ে বড় কথা এই প্লাটফর্ম এর সাথে যুক্ত আছে সারা পৃথিবীর মাত্র ৩% মানুষ। তাই ক্রিপ্টো কারেন্সী
 ইন্ডাস্ট্রির এই অবস্থা আর যদি পৃথিবীর ১০ থেকে ২৫ শতাংশ ক্রিপ্টো কারেন্সী প্লাটফর্ম এ যুক্ত হয় তাহলে কি
 অবস্থা হবে তা চিন্তাও করা যাচ্ছে না।

ক্রিপ্টো কারেন্সী প্লাটফর্ম এ নিজেকে যুক্ত করতে পারেন ৩ ভাবে।
১. ক্রিপ্টো কারেন্সী ট্রেডার। (স্টক করতে পারেন)
২.ক্রিপ্টো কারেন্সী মাইনিং করতে পারেন।
৩.ক্রিপ্টো কারেন্সী জনপ্রিয়তা কাজে লাগিয়ে বিজনেস করতে পারেন।

ক্রিপ্টো কারেন্সী ট্রেডার। (স্টক করতে পারেন)
ক্রিপ্টো কারেন্সী ট্রেডার হিসেবে আপনি বিভিন্ন কম দামের কয়েন কিনে রাখতে পারেন এবং ফ্রি সংগ্রহ করতে
 পারেন।
https://www.cryptonator.com
এই ২ টি ওয়েবসাইট এর মাদ্ধমে পৃথিবীর যে কোনো কয়েন কিনতে পারবেন।
ফ্রি ক্রিপ্টো কারেন্সী এর জন্য এই ওয়েবসাইট গুলি ব্যবহার করতে পারেন। 

ক্রিপ্টো কারেন্সী জনপ্রিয়তা কাজে লাগিয়ে বিজনেস করতে পারেন।
বর্তমান বিশ্বে অনেক নতুন এবং পুরাতন অনলাইন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো  ক্রিপ্টো কারেন্সীকে তাদের 
পেমেন্ট সিস্টেম এর সাথে নিযুক্ত করছে। এর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে  www.bitrefill.com , www.gyft.com , www.overstock.com ইত্যাদি।  এমন আরো অনেক প্রতিষ্ঠান আছে 
যারা তাদের প্রোডাক্ট এবং সার্ভিস বেশি পরিমান বিক্রয় এর জন্য ক্রিপ্টো কারেন্সীকে পেমেন্ট সিস্টেম হিসেবে
 এড করেছে। বিস্তারিত 


সবার সামগ্রিক সফলতা কামনা করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন।

http://www.workfromhometask.com/
Read more ...

Friday 12 May 2017

WHAT IS BITCOIN ?

 বিটকয়েন কি ?
.
.
বিটকয়েন হল ওপেন সোর্স
ক্রিপ্টোগ্রাফিক
প্রোটকলের মাধ্যপ্রোটকলের মাধ্যমে
লেনদেন হওয়া
সাংকেতিক মুদ্রা।
.
বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের
অর্থনৈতিক
প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী
প্রতিষ্ঠান বা নিকাশ
ঘরের প্রয়োজন হয় না।
.
.
২০০৮ সালে সাতোশি
নাকামোতো এই
মুদ্রাব্যবস্থার
প্রচলন করেন। তিনি এই মুদ্রাব্যবস্থাকে
পিয়ার-টু-পিয়ার
লেনদেন নামে অভিহিত করেন।
.
বিটকয়েনের
লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি
সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে।
.
পিয়ার-টু-পিয়ার
যোগাযোগ ব্যাবস্থায়
যুক্ত থাকা একাধিক
কম্পিউটার বা
স্মার্টফোনের মধ্যে
বিটকয়েন লেনদেন
হলে এর কেন্দ্রীয়
সার্ভার ব্যবহারকারীর
লেজার হালনাগাদ করে দেয়। একটি লেনদলেজার হালনাগাদ করে দেয়। একটি লেনদেন
সম্পন্ন হওয়ার সাথে
সাথে নতুন বিটকয়েন উৎপন্ন হয়।
.
.
২১৪০ সাল
পর্যন্ত নতুন সৃষ্ট
বিটকয়েনগুলো
প্রত্যেক চার বছর
পরপর অর্ধেকে নেমে আসবে। ২১৪০ সালের
পর ২১ মিলিয়ন
বিটকয়েন তৈরী হয়ে গেলে আর কোন নতুন
বিটকয়েন তৈরী করা হবে না।
যেহেতু বিটকয়েনের
লেনদেন সম্পন্ন
করতে কোন আর্থিক প্রতিষ্ঠানের
প্রয়োজন পরে না এবং এর লেনদেনের
গতিবিধি কোনভাবেই অনুসরণ করা যায় না তাই বিশ্বের
বিভিন্ন যায়গায়
বিটকয়েন ক্রমান্বয়ে
জনপ্রিয় হয়ে উঠছে।
.
.
বৈধ পণ্য লেনদেন
ছাড়াও মাদক
চোরাচালান এবং
অর্থপাচার কাজেও
বিটকয়েনের ব্যাবহার আশঙ্কাজনক ভাবে
বৃদ্ধি পেয়েছে।
.
.
যদিও
বিটকয়েন ডিজিটাল
কারেন্সি হিসেবে
জনপ্রিয়তা পেয়েজনপ্রিয়তা পেয়েছে,
বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে এর দর মারাত্মক ওঠানামা,
দুষ্প্রাপ্যতা এবং
ব্যবসায় এর সীমিত
ব্যবহারের কারণে
অনেকেই এর সমালোচনা করেন।
.
.
সম্প্রতি কানাডার
ভ্যানক্যুভারে
বিটকয়েন এর প্রথম
এটিএম মেশিন চালু করেছে । ধারণা করা হচ্ছে মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে এটি বিটকয়েনকএটিএম মেশিন চালু করেছে । ধারণা করা হচ্ছে মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে এটি বিটকয়েনকে
আরও আগিয়ে নিয়ে যাবে।
.
.
মাদক,
চোরাচালান অবৈধ
অস্ত্র ব্যবসা ও
অন্যান্য বেআইনি
ব্যাবহার ঠেকানোর
জন্য 
.
* যুক্তরাষ্ট্র ও
.
*কানাডীয় 
সরকার
বিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনাবিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনার
চিন্তাভাবনা করছে।
.
.
কার্যপ্রনালী
একটি বিটকয়েন
লেনদেন লগের চিত্র।

বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা
গ্রাহক থেকে
গ্রাহকের কম্পিউটারে। 
.
.
এটি কোন কেন্দ্রীয়
নিকাশঘরের মধ্য
দিয়ে যায় না কিংবা
এটি নিয়ন্ত্রণের
জন্য কোন
নিয়ন্ত্রণকারী
প্রতিষ্ঠান নেই।
.
.
বিটকয়েনের সমস্ত
প্রক্রিয়া সম্পন্ন হয়
অনলাইনে একটি
উন্মুক্ত সোর্স
সফটওয়্যারের
মাধ্যমে। 
.
.
বিটকয়েন
মাইনারের মাধ্যমে
যেকেউ বিটকয়েন
উৎপন্ন করতে পারে। বিটকয়েন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা সবসময় অনুমানযোগ্য
এবং সীমিত।
.
.
বিটকয়েন উৎপন্ন
হওয়ার সাথে সাথে এটি গ্রাহকের ডিজিটাল ওয়ালেটে সংরক্ষিত থাকে। 
.
.
এই সংরক্ষিত বিটকয়েন যদি গ্রাহক কর্তৃক অন্য কারও একাউন্টে পাঠানো হয়
তাহলে এই লেনদেনের
জন্য একটি স্বতজন্য একটি স্বতন্ত্র
ইলেক্ট্রনিক
সিগনেচার তৈরী হয়ে যায় যা অন্যান্য
মাইনার কর্তৃক
নিরীক্ষিত হয় এবং
নেটওয়ার্কের মধ্যে
গোপন অথচ
সুরক্ষিতভাবে
সংরক্ষিত হয়। একই
সাথে গ্রাহকদের
বর্তমান লেজার
কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে
হালনাগাদ হয়।
.
.
বিটকয়েন দিয়ে কোন পন্য কেনা হলে তা বিক্রেতার একাউন্টে পাঠানো হয় এবং বিক্রেতা পরবর্তীতে
সেই বিটকয়েন দিয়ে পুনরায় পন্য কিনতে পারে, অপরদিকে সমান
পরিমাণ বিটকয়েন
ক্রেতার লেজার থেকে কমিয়ে দেওয়া হয়।
.
.
প্রত্যেক চার বছর পর পর বিটকয়েনের মোট
সংখ্যা পুনঃনির্ধারন
করা হয় যাতে করে
বাস্তব মুদ্রার সাথে
সামঞ্জস্য রাখা যায়।
.
.
.
.
¤ বিটকয়েন ‘মাইনিং’ কি? কিভাবে বিটকয়েন ‘মাইনিং করা হয় ?
.
.
.
PART 1 =
https://t.co/6VEOmodRVe
.
PART 2 =
https://t.co/BTw5IdawlP
.
PART 3 =
https://t.co/ZD5CNVyiL4
.
PART 4 =
https://t.co/04GhpIBusQ
.
PART 5 =
https://t.co/wIUrehKki1
.
PART 6 =
https://t.co/weBTESIXhX
.
¤কিভাবে * বিটকয়েন আয় করবেন ?
.
.
.
* BITCOIN FAUCET
* BITCOIN GIVEWAY
* BITCOIN PTC
* BITCOIN MINING
* BITCOIN JOB
* BITCOIN TRADIN* BITCOIN TRADING
* BITCOIN EXCHANGE (ALTCOIN/CRYPTO CURRENCY EXCHANGE)
* BITCOIN GAME
* BITCOING BETTING
* BITCOIN INVEST* BITCOIN INVESTMENT
.
.
.
.
¤ বিটকয়েন কি বাংলাদেশে সাপোর্ট করে?
.
.
.
* না বিটকয়েন বাংলাদেশ সরকার সাপোর্ট করে না ।
.
.
.
¤ বিটকয়েন কিভাবে লেনদেন করবেন ?
.
.
.
* By convert it $/€/£ etc.
* By CASH, Bkash, DBBL, UCASH, MYCASH, MCASH (trusted bd or international people) 
.
.
.
আপনাদের যদি বিটকয়েন নিয়ে আরও কোন প্রশ্ন থাকে তাহলে Comment করুন ।
.
.
.
ধন্যবাদ ।
Read more ...

BEETECH REVIEWS | BEETECH COMMUNICATION OPC||ABOUT BEETECH

  BEETECH COMMUNICATION OTC TOGETHER WE CAN CHANGES THE WORLD ECONOMY Website: www.beetc24.com Facebook: WhatsApp: Telegram: Owner: SAIFUL I...

Designed By Published.. Blogger Templates