Decentralized Mining
BTCs Mining
👉ডিসেন্টারালাইজ মাইনিং কি এবং বিটকয়েন ও BTCS এর স্টাডি নিয়ে বিস্তারিত জানতে পুরো লেখাটা পড়ুন।
পৃথিবীতে এখন পর্যন্ত মাত্র একটি কয়েন ডিসেন্টারলাইজ পদ্ধতিতে মাইনিং হয়েছিলো - সেটা হলো বিটকয়েন।
ডিসেন্টারালাইজ মাইনিং মানে এটাতে কেউ কোন হস্তক্ষেপ করতে পারে না, এবং কি যে এটা তৈরি করছে সেও না। প্রথমে ব্লক চেইন তৈরি করে তার উপর ক্রিপ্টো মাইনিং চালু করে দেওয়া হয়, এটা চিরকাল এভাবেই চলতে থাকবে। সময়ের সাথে সাথে মাইনিং কতৃক কয়েন যত বাড়তে থাকবে - মাইনিং স্প্রীড তত কমতে থাকবে।
বিট কয়েন প্রথম দিকে অনেক সহজে মাইনিং করা গেলেও দিন দিন এটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে।
আগামী ৫ বছর পর বিট কয়েন মাইনিং প্রায় অসম্ভব হয়ে যাবে।
👉আজকে আমি আপনাদের ডিসেন্টারলাইজ মাইনিংয়ের ২য় কয়েনটি শেয়ার করবো।
সেটা হলো BTCs কয়েন। এদের হোয়াইটপেপারে বলা হচ্ছে, বিট কয়েন যিনি তৈরি করেছিলেন, তিনিই BTCs তৈরি করছেন। এবং এটাও বিটকয়েনের মতো সম্পুর্ন ডিসেন্টারলাইজ মাইনিং সিস্টেম।
বিটকয়েন ছিলো পৃথিবীর ১ম ক্রিপ্টো - তাই অনেক জটিলতা ছিলো, তাই আইনি ঝামেলা এড়াতে তখন এর নির্মাতা নিজের পরিচয় গোপন রেখেছিলো। এখন তিনি বিটকয়েনের সিস্টার কয়েন BTCs নিয়ে নিজের পরিচয় প্রকাশ করে জনসম্মুখে আসছেন।
অনান্য কয়েনের বেশির ভাগ সেন্টারলাইজ পদ্ধতি অনুসরণ করে। ইচ্ছে মতো বার্নিং করে কখনো কয়েন কমিয়ে আনে - আবার মাইনিং চালু রেখে সেটা ফিলাপ করে। এটা করে মূল্য বা চাহিদা নিয়ন্ত্রণ করে।
কিন্তু ডিসেন্টারলাইজ কয়েন কখনো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এগুলোর সংখ্যা কমানোর বা বাড়ানোর কোন সুযোগ থাকে না। এটা সবসময় তৈরি করে দেওয়া নিয়ম অনুযায়ী চলতে থাকবে।।
এবং কি হ্যাকিং হামলা করেও এগুলোকে ধংস করা যায় না।
আপনি চাইলে মাইনিং করে কিছু কয়েন আর্ন করতে পারেন। সেই কয়েন এক সময় বহুগুণে দাম বেড়ে যাবে তখন সেগুলো বিক্রি করে দিয়ে বেশ কিছু টাকা আয় করতে পারেন।
BTCs মাইনিং করতে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে এ্যাপ ডাউনলোড করে নিতে হবে অতঃপর সাইনাপ করতে হবে।
Sign up link:
No comments:
Post a Comment